শ্রীলঙ্কার সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত যুক্তরাষ্ট্রের

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণের ঘটনায় প্রধান সন্দেহভাজনকে শনাক্ত করতে পেরেছে যুক্তরাষ্ট্র। এমনটাই মনে করছেন দেশটির কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের দুইজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’কে জানিয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে আইএস-সহ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলোর যোগসাজশ রয়েছে।


সন্দেহভাজন ওই ব্যক্তির জাতীয়তা, নৃতাত্ত্বিক পরিচয়সহ তার ব্যাপারে বিশদ তথ্য সংগ্রহের চেষ্টা করছেন মার্কিন কর্মকর্তারা। তাদের প্রত্যাশা, বিস্তারিত তথ্য পাওয়া গেলে সেটি হামলার ব্যাপারে আরও নতুন নতুন সূত্র উন্মোচন করবে।

যুক্তরাষ্ট্রের বিশ্বাস, আইএস দ্বারা অনুপ্রাণিত গোষ্ঠীই শ্রীলঙ্কায় এই হামলা চালিয়েছে। দেশটি এখন খুঁজে বের করতে চাইছে এই হামলার সঙ্গে আইএস কীভাবে যুক্ত হয়েছে। কীভাবে তারা এর পরিকল্পনা, অর্থায়ন, বোমা তৈরির সরঞ্জাম সরবরাহের কাজগুলো সম্পাদন করেছে। লঙ্কান হামলাকারীদের সঙ্গে আইএস কোথায় বৈঠক করেছে?

এ সংক্রান্ত প্রাথমিক পর্যালোচনার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছেন, আমরা এখনও সম্ভাব্য যোগসূত্রগুলো খুঁজে বের করার চেষ্টা করছি।

এদিকে ২১ এপ্রিলের সিরিজ বিস্ফোরণের ঘটনায় ৪০ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী। গ্রেফতারকৃতরা সবাই দেশটির নাগরিক। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন জানান, হামলায় নিহতদের মধ্যে ৩০ জন বিদেশিও রয়েছেন। দেশ এবং দেশের জনগণকে নিরাপদ রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা অবলম্বন করছে বলেও জানান রুয়ান বিজয়বর্ধন। তিনি বলেন, আমাদের বিশ্বাস দুর্ভাগ্যজনক এই সন্ত্রাসী হামলায় জড়িত সব অপরাধীকে যত দ্রুত সম্ভব হেফাজতে নেওয়া হবে। তাদের শনাক্ত করা হয়েছে।

রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় নিহতদের স্মরণে ২৩ এপ্রিল মঙ্গলবার জাতীয় শোকদিবস পালন করছে শ্রীলঙ্কা।