৪০ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে: লঙ্কান পুলিশ

২১ এপ্রিলের সিরিজ বিস্ফোরণের ঘটনায় ৪০ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী। গ্রেফতারকৃতরা সবাই শ্রীলঙ্কার নাগরিক। মঙ্গলবার পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা সিএনএন-কে নিহতের এ তথ্য জানিয়েছেন।


রুয়ান গুনাসেকারা জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে। এর আগে সোমবার সকালে ২৯০ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন তিনি। তবে সোমবার রাতে আহতদের মধ্যে অনেকের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বৃদ্ধি পায়।

ভয়াবহ ওই হামলায় আহত হয়েছেন আরও ৫০০ জন। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন জানান, হামলায় নিহতদের মধ্যে ৩০ জন বিদেশিও রয়েছেন। দেশ এবং দেশের জনগণকে নিরাপদ রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা অবলম্বন করছে বলেও জানান রুয়ান বিজয়বর্ধন। তিনি বলেন, আমাদের বিশ্বাস দুর্ভাগ্যজনক এই সন্ত্রাসী হামলায় জড়িত সব অপরাধীকে যত দ্রুত সম্ভব হেফাজতে নেওয়া হবে। তাদের শনাক্ত করা হয়েছে।
রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় নিহতদের স্মরণে ২৩ এপ্রিল মঙ্গলবার জাতীয় শোকদিবস পালন করছে শ্রীলঙ্কা। সোমবার রাতে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা মঙ্গলবার শোকদিবস পালনের ঘোষণা দেন।