শ্রীলঙ্কার হামলা নিয়ে জাসিন্ডার সংবাদ সম্মেলন

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে বিস্ফোরণ ঘটানো নিউ জিল্যান্ডের মসজিদে হামলার প্রতিশোধ কিনা তা নিয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। বুধবার অকল্যান্ডে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা এমন কোনও গোয়েন্দা তথ্য পাননি, যেখানে বোঝা যায় যে ক্রাইস্টচার্চে হামলার প্রতিশোধে নিতেই ওই হামলা চালানো হয়েছে।

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন

১৫ মার্চ (শুক্রবার) ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট নামের সন্দেহভাজন হামলাকারীর লক্ষ্যবস্তু হয় নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদ। শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউয়ের আল নুর মসজিদসহ লিনউডের আরেকটি মসজিদে তার তাণ্ডবের বলি হয় অর্ধশত মানুষ। ওই ঘটনার এক মাস পর গত ২১ এপ্রিল (রবিবার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা, তিনটি হোটেল ও আরও দু’টি এলাকায় আট দফা বিস্ফোরণ চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২১ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা সরকার।

মঙ্গলবার শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রীও এই হামলার ওপর নিউ জিল্যান্ড হামলার প্রভাবের কথা বলেছিলেন। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে, ‘ক্রাইস্টচার্চে মুসলিমদের ওপর হামলার বদলা হিসেবে শ্রীলঙ্কায় হামলা হয়েছে।’ এরপর প্রধানমন্ত্রীও বলেন হামলাটি নিউ জিল্যান্ডে মসজিদে করা হামলার প্রতিশোধ হয়ে থাকতে পারে। তবে এই বক্তব্যের সাপেক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি।

এর প্রতিক্রিয়ায় নিউ জিল্যান্ডে প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান বলেন, ‘আমরা আনুষ্ঠানিভাবে কোনও তথ্য পাইনি। গোয়েন্দা সংস্থাও এখনও কিছু জানায়নি।’ তিনি বলেন, এই মুহূর্তে শ্রীলঙ্কা একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই আমরা এখনই কিছু জিজ্ঞাসা করছি না। আর এই মুহূর্তে আমাদের এট নিয়ে মন্তব্য করার মতোও তথ্য নেই।’