শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণের আওয়াজ

শ্রীলঙ্কায় এক ম্যাজিস্ট্রেট আদালতের পেছনে আবারও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। রাজধানী কলম্বোর কাছেই এই ঘটনা বোমার বিস্ফোরণ কি না জানা যায়নি। ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

remote

২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২১ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি। ওই হামলার একদিন পরই আবারও বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কলম্বো। বোমার আঘাতে আহত হন এক নিরাপত্তা কর্মকর্তা। ধারণা করা হচ্ছে এটি রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বোমা ছিল।

এরপর বৃহস্পতিবার কলম্বো থেকে ৪০ কিলোমিটার দূরে এক ম্যাজিস্ট্রেট আদালতের পেছনে এই বিস্ফোরণের আওয়াজ আসে।