ভেনেজুয়েলা ইস্যুতে ইউরোপ সফর বাতিল মার্কিন প্রতিরক্ষা প্রধানের

ভেনেজুয়েলা ইস্যুতে পূর্ব নির্ধারিত ইউরোপ সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান। এ সময়ে তিনি ওয়াশিংটনেই অবস্থান করবেন; যাতে করে ভেনেজুয়েলার বিষয়ে ব্যবস্থা নেওয়া সহজ হয়। বুধবার মার্কিন প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।noname

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় আকস্মিক অভ্যুত্থানের ঘোষণা দেন গুইদো। ভিডিওতে তার সঙ্গে বেশ কয়েকজন সামরিক সদস্যকেও দেখা যায়। এই অভ্যুত্থানে সমর্থন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বুধবার ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের দাবি করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, ভেনেজুয়েলা কখনোই সাম্রাজ্যবাদী শক্তির কাছে নত হবে না।

এমন উত্তেজনার মধ্যেই বুধবার পেন্টাগনের মুখপাত্র এরিক পাহন বলেছেন, ভেনেজুয়েলা ইস্যুতে কর্তৃপক্ষের সঙ্গে আরও কার্যকর সমন্বয়ের উদ্দেশে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী এ সময়ে দেশেই অবস্থান করবেন। জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও পররাষ্ট্র দফতরের সঙ্গে তিনি এ সংক্রান্ত বিষয়ে আলাপ-আলোচনা করবেন। এছাড়া দক্ষিণ সীমান্ত নিয়েও কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি।

এদিকে ভেনেজুয়েলায় চলমান অস্থিরতায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেস নেটওয়ার্ককে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, প্রেসিডেন্ট এই বিষয়ে অত্যন্ত স্বচ্ছ এবং অনন্য রকম অটল। সামরিক পদক্ষেপের সম্ভাবনা রয়েছে। যদি তার দরকার হয় তাহলে যুক্তরাষ্ট্র তা করবে।

এর আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানান, ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করেছেন মাইক পম্পেও। মাদুরোর পরিকল্পনায় রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে যুক্তরাষ্ট্র কতটুকু জানে তা পরিষ্কার না করলেও বোল্টন বলেন, ভেনেজুয়েলায় মস্কোর হস্তক্ষেপকে স্বাগত জানাবে না যুক্তরাষ্ট্র।