নাসার স্যাটেলাইটে ঘূর্ণিঝড় ফণী

দুই স্যাটেলাইটের মাধ্যমে ঘূর্ণিঝড় ফণীর অবস্থান সংক্রান্ত মাইক্রোওয়েভ ও দৃশ্যমান ছবি সরবরাহ করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত ছবি ও আপডেটগুলো প্রকাশ করা হচ্ছে।

noname

ভারতের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী ১৭০ থেকে ১৮০ কিলোমিটার বেগে শুক্রবার দুপুর নাগাদ উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় ফণীর। এরপর তা স্থলভাগের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোবে। সেখানে তাণ্ডব চালিয়ে শুক্রবার (৩ মে) সন্ধ্যা নাগাদ তা বাংলাদেশে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের আবহাওয়াবিদরা বলছেন, গত ১০ বছরের মধ্যে শক্তিশালী ঝড় হবে

নাসার অ্যাকুয়া ও টেরা স্যাটেলাইট এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের অবস্থান সংক্রান্ত ছবি প্রকাশ করছে। ১ মে টেরা স্যাটেলাইটে তোলা তাদের ছবিতে ঝড়টিকে উত্তর থেকে ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসতে দেখা গেছে।