পাকিস্তানে সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে চীন: মার্কিন প্রতিবেদন

উচ্চাকাঙ্ক্ষী ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্পের সুরক্ষায় বিশ্বজুড়ে সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে চীন। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রকাশিত এক প্রতিবেদনে এই পরিকল্পনার কথা বলা হয়েছে। বর্তমানে আফ্রিকার দেশ জিবুতিতে বেইজিংয়ের একমাত্র বিদেশি ঘাঁটি রয়েছে। তবে পেন্টাগনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে বৈশ্বিক সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হতে পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে চীন। রুশ সংবাদমাধ্যম স্পুতনিক নিউজ এ খবর জানিয়েছে।

1056091784

 ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্পের ঘোষণা দেন। প্রাচীন সিল্ক রুটের অনুসরণে ইউরোপের সঙ্গে চীনকে সংযুক্ত করতে এই প্রকল্প বাস্তবায়ন করছে চীন। এই প্রকল্পের মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া পার হয়ে রাশিয়ার সঙ্গেও সংযোগ স্থাপন করতে চায় চীন। ব্যয়বহুল এই প্রকল্পের মাধ্যমে বিশ্ব অর্থনীতি বদলে দেওয়ার কথা বলে আসছে চীন।

বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে দাখিল করা পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ান বেল্ট ওয়ান রোড-এর মতো প্রকল্প এগিয়ে নেওয়ার মাধ্যমে এসব প্রকল্পের সুরক্ষার প্রয়োজনে চীন সম্ভবত সামরিক বাহিনীর বিদেশি ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মতো দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত স্বার্থসংশ্লিষ্ট দেশে অতিরিক্ত সামরিক ঘাঁটি স্থাপন করতে চাইতে পারে চীন।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলোতে চীন এসব ঘাঁটি স্থাপন করতে চাইবে বলেও সতর্ক করা হয়েছে ওই প্রতিবেদনে। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক শক্তি বাড়ানোর মাধ্যমে মেরু অঞ্চলে চীনের কার্যক্রমের গতি বাড়তে পারে।

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এরইমধ্যে সুসজ্জিত সামরিক স্থাপনা নির্মাণ করেছে চীন। গত বছর আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াকান প্রদেশে ঘাঁটি স্থাপনের বিষয়ে আলোচনা চালায় চীন। সম্প্রতি পূর্বাঞ্চলীয় তাজিকিস্তানের একটি স্থাপনায় চীনের বহু সংখ্যক সেনা উপস্থিতির খবর সামনে এনেছে ওয়াশিংটন পোস্ট। চীন-পাকিস্তানের কৌশলগত ওয়াকান করিডরের কাছে এসব সেনা উপস্থিতির কথা জানানো হয়েছে ওই খবরে।