রেলপথে চীন-ভারতের সঙ্গে যুক্ত হবে নেপাল

রেলপথে চীন ও ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে হিমালয়কন্যা নেপাল। শুক্রবার নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দেশটির পার্লামেন্টকে এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।noname

বিদ্যা দেবী ভাণ্ডারি জানান, 'বীরগুঞ্জ-কাঠামণ্ড‌ু রেলপথ এবং রসুওয়াগাড়ি-কাঠমাণ্ড‌ু রেলপথের বিস্তারিত রিপোর্ট জমা পড়েছে। এই দুই রেলপথে মাধ্যমে ভারত ও চীনের সঙ্গে এবার জুড়ে যাবে নেপাল। আগামী দুই বছরের মধ্যে এই রেলপথ তৈরির কাজ শুরু হবে।'

আগামী অর্থবর্ষেই ভারত-নেপাল রেলপথের কাজ শুরু হবে বলে জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট।