তালেবান হামলার কবলে আফগান পুলিশ সদর দফতর

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর পুল-ই খুমরিতে পুলিশ সদর দফতরে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হাসপাতাল সূত্রে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। কারও প্রাণহানি হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ এখনও চলছে।

আত্মঘাতী বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলা শুরু হয়
রবিবার (৫ মে) এক আত্মঘাতী বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলা শুরু হয়। এরপর ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে সেখানে যোগ দেয় আরও কয়েকজন বন্দুকধারী। বাগলান প্রাদেশিক পরিষদের সদস্য আসাদুল্লাহ শাহবাজ বলেন, ‘সংঘর্ষ এখনও থামেনি।’

এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবান। সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগান বাহিনীর সঙ্গে এখন তালেবানের কয়েকজন যোদ্ধার সংঘর্ষ হচ্ছে।’

কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, বেশ কয়েকজন তালেবান সদস্য পুলিশ সদর দফতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে।