ফিনল্যান্ডে রুশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ফিনল্যান্ডে বৈঠকে বসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ। মঙ্গলবার দেশটিতে অনুষ্ঠিত আর্কটিক কাউন্সিলের সাইডলাইন বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে তারা ভেনেজুয়েলা ইস্যুসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছেন বলে জানান দুই নেতা।

1535560256489

বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, তারা কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। লাভরোভ এই বৈঠককে কার্যকরী উল্লেখ করে বলেন, তারা আঞ্চলিক, জাতিসংঘ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

লাভরোভ বলেন, আমার মনে হয় যে প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্পের মধ্যকার আলোচনা পরবর্তীতে আমাদের এই বৈঠক খুবই কার্যকরী পদক্ষেপ ছিলো।

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনে রাশিয়ার ভূমিকা কি হবে এমন প্রশ্নে তিনি বলেন, আমরা আশা করি এমন পরিস্থিতি আসবে না। কারণ তা হবে ধ্বাংসাত্মক এবং মার্কিন কূটনীতিকরাও সেটা ভালোই বোঝেন।   

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় আকস্মিক অভ্যুত্থানের ঘোষণা দেন গুইদো। ভিডিওতে তার সঙ্গে বেশ কয়েকজন সামরিক সদস্যকেও দেখা যায়। এই অভ্যুত্থানে সমর্থন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বুধবার ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের দাবি করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।