ওমরাহ মৌসুমে ফ্লাইট বিলম্ব, সৌদি আরবে নতুন এভিয়েশন প্রধান নিয়োগ

বার্ষিক ভ্রমণ মৌসুমের শুরুতে অভ্যন্তরীণ বিমানবন্দরগুলো থেকে যাত্রা বিলম্বিত হওয়ার জেরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নতুন প্রধান নিয়োগ দিয়েছে সৌদি আরব। বুধবার জারি করা এক রাজকীয় ডিক্রিতে আবদেলহাদি আল মানসুরিকে বেসামরিক বিমান চলচল বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ (জিএসিএ)-এর প্রধান নিযুক্ত করা হয়। তার পূর্বসূরিকে গত জানুয়ারিতে বরখাস্ত করা হয়েছিল।জেদ্দা বিমানবন্দরের সাধারণ চিত্র

মুসলমানদের পবিত্র রমজান মাসের বহু মানুষ মক্কা ও মদীনায় ওমরাহ পালন করে থাকেন না হয় অন্য শহরগুলোতে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রমজানের শুরুতে বিভিন্ন শহরে গত পাঁচ দিন ধরে ফ্লাইট বাতিল বা বিলম্বিত হচ্ছে। রিয়াদ বিমানবন্দরের তথ্য প্রচারের বোর্ড অনুযায়ী প্রায় প্রতিটি অভ্যন্তরীণ ফ্লাইটেই বিলম্ব হচ্ছে। সামাজিচক যোগাযোগমাধ্যমের ছবিতে দেখা গেছে রাষ্ট্রায়ত্ব সৌদি এয়ারলাইন্সের টিকিট কার্যালয়ের বাইরে বহু মানুষ ভীড় করেছে।

এক যাত্রী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সৌদি আরবে বিলম্বের কারণে দুই দিন পরে অন্য একটি এয়ারলাইনে টিকিট বুক করতে বাধ্য হয়েছেন তিনি। অন্য আরেক যাত্রী জানান, বুধবার সকালে অন্য আরেকটি বিমানে করে রিয়াদ ছাড়ার সময় তিনি কোনও বিলম্ব বা ভীড় দেখতে পাননি।

বেশিরভাগ বিলম্বকে ব্যতিক্রম আখ্যা দিয়ে থাকে সৌদি আরব। আর এজন্য অস্বাভাবিক পরিস্থিতিকে দায়ী করে থাকে তারা। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আল আরাবিয়া টেলিভিশনকে বলেছেন, আবহাওয়া পরিস্থিতি ও যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটছে।