সৌদি আরবে শিয়া অঞ্চলে পুলিশের অভিযান, নিহত ৮

সৌদি আরবে শিয়া অধ্যুষিত এলাকা আল কাতিফে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত আটজন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

resize-350x300x1x0image-176318-1557585934

সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরবে তেল সমৃদ্ধ আল কাতিফ বিক্ষোভ-সহিংসতার জন্য বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। সেখানকার সংখ্যালঘু শিয়া সম্প্রদায় বৈষম্য ও নিপীড়নের অভিযোগ করেছেন সৌদি সরকারের বিরুদ্ধে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে সৌদি সরকার।

কাতিফের কাছেই তারুত দ্বীপে নতুন করে এই অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের দাবি, নতুন গঠিত এক সন্ত্রাসী চক্রকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। এক বিবৃতিতে তারা দাবি করেন, কোনও বেসামরিক বা পুলিশ এই অভিযানে নিহত হননি।এখনও সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন বলেও জানানো হয়।

 এ অঞ্চলে সৌদি নিরাপত্তা বাহিনী প্রায়ই অভিযান পরিচালনা করে আসছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রায়ই এসব অভিযানে হতাহতের খবর পাওয়া যায়।