দুবাইয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৪

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে এক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনই ব্রিটিশ নাগরিক ছিলেন । অপরজন ছিলেন দক্ষিণ আফ্রিকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

_106993761_dubai

আরব এমিরেটস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে  যুক্তরাষ্ট্রের হানিওয়েলের মালিকানাধীন একটি ছোট বিমান বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। একটি মিশনে অংশ নেয়া চার সিটের বিমানটির সব আরোহী নিহত হয়েছে।

মার্কিন প্রকৌশল ও মহাকাশ সংস্থা হানিওয়েল বলেন, এটি ফ্লাইট ক্যালিব্রেশন পরিষেবাদি এবং দুবাইয়ে কাজ করার জন্য ডিএ৪২ বিমান ভাড়া করেছে। একটি বিবৃতিতে, হানিওয়েল দুবাইয়ের বিমান দুর্ঘটনার দ্বারা গভীরভাবে দুঃখিত, এবং নিহতদের পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানায়। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি কারিগরী ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থায় শুধু চালক ও সহচালকের মৃতুর কথা নিশ্চিত করেছিলেন। 

এই দুর্ঘটনার পর পরই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়। বিমানের বেশকিছু ফ্লাইট নির্ধারিত সময়ের পরে ছেড়েছে।