ফের নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

সবাইকে চমকে দিয়ে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে আবারও জয় পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। এর আগে বুথফেরত জরিপসহ অন্যান্য জরিপে বিরোধী দল লেবার পার্টির জয়ের আভাস মিলেছিলো। তবে সেই ধারণা ভেঙে নির্বাচনে জিতে সবাইকে চমকে দিয়েছেন মরিসন। ফের নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

nonameদেশটির ১৫১টি নির্বাচনি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সরকার গঠন করতে ৭৬টি আসনে জয় প্রয়োজন হয়। ৭০ শতাংশ ভোট গণনায় দেখা গেছে, তবে এখনও পর্যন্ত ৭৪টি আসনে জয়লাভ করেছে লেবার পার্টির নেতৃত্বাধীন জোট। বাকি দুইটি আসনও তারা নিশ্চিত করতে পারবে বলে প্রতীয়মান হচ্ছে। অন্যদিকে লড়াইয়ে থাকা বিরোধী লেবার পার্টি পেয়েছে ৬৫টি আসন।

অস্ট্রেলিয়ার ৪৬তম জাতীয় নির্বাচনে তুমুল লড়াইয়ের শুরু থেকেই এগিয়ে ছিল ক্ষমতাসীন লিবারেল পার্টি। নির্বাচনে জয়ের পর স্কট মরিসন বলেন, তিনি সবসময়ই অলৌকিক কিছুতে বিশ্বাস করেন। পুনরায় তার জোটকে নির্বাচিত করায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর বিরোধীদলীয় নেতা বিল শর্টেন হার মেনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এর আগে বুথ ফেরত জরিপে লেবার পার্টিরই  জয়ের আভাস পাওয়া গেছিলো। এবারের নির্বাচনে ১ কোটি ৬৪ লাখ ভোটার অংশ নেন। এখন পর্যন্ত চূড়ান্ত ফল পাওয়া না গেলেও লিবারেল পার্টির জয় নিশ্চিত।  প্রথমবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন স্কট মরিসন। গত বছর দলীয়ভাবে প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনি।