তাজিকিস্তানের আইএস বন্দি অধ্যুষিত কারাগারে দাঙ্গা, নিহত ২৭

তাজিকিস্তানে একটি কড়া নিরাপত্তা সম্পন্ন কারাগারে দাঙ্গায় তিন কারারক্ষীসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। রাজধানী দুশানবের পূর্বাঞ্চলের ওই কারাগারে অনেক আইএস সদস্যও বন্দি ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

_107026612_hi053317424

প্রতিবেদনে বলা হয়, ওই কারাগারে মূলত ধর্মীয় উগ্রবাদীদের আটক রাখা হতো। অনেক আইএস সদস্যও বন্দি আছৈ সেখানে। গত ছয় মাসে এই নিয়ে দেশটিতে দ্বিতীয়বারের মতো কারাগারে রক্তাক্ত দাঙ্গার ঘটনা ঘটলো।

এক বিবৃতিতে দেশটির আইন মন্ত্রণালয় জানায়, ১৯ মে রবিবার ৩০ জন বন্দি ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে তিনজন কারারক্ষীকে জিম্মি করলে দাঙ্গার সূত্রপাত হয়। এরমধ্যে একজন উষ্কানিদাতা ছিলো আইএসের বিরুদ্ধে লড়াই করে প্রাণ হারানো তাজিক সেনা গুলমুরোদ খালিমোভের ছেলে বেখুরুজ গুলমুরোদ।

হতাহতদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মন্ত্রণালয় জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত নভেম্বরে খুজান্দে একটি কঠোর নিরাপত্তা সম্বলিত কারাগারে এক দাঙ্গায় ২১ বন্দি ও দুই কারারক্ষী নিহত হয়েছিলেন। ওই ঘটনার দায় স্বীকার করেছিলো আইএস।