মিসরে পুলিশি অভিযানে নিহত ১২

মিসরের গিজায় পিরামিডের কাছে পর্যটকবাহী বাসে হামলার একদিন পরই রাজধানী কায়রোর কাছে অভিযান চালিয়েছে পুলিশ।  অভিযানে সন্দেহভাজন ১২ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি তাদের। সোমবার এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

C339C4E2-D771-432D-A521-E57E212118AC_cx0_cy11_cw0_w1023_r1_s

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সিক্সথ অব অক্টোবর এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই অভিযান চালায়। এ সময় জিহাদিরা নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে সাত জন নিহত হয়। ভবনটিতে বিস্ফোরক তৈরি করা হত।

এ ধরনের আরেকটি অভিযানে কায়রোর আল-শোরোউক এলাকায় জঙ্গি গোষ্ঠী হাসম এর বিরুদ্ধে অভিযান চালানো হয়। গোষ্ঠীটি মুসলিম ব্রাদারডুহের সশস্ত্র শাখা বলে দাবি সরকারের ।

মন্ত্রণালয় জানায়, এই অভিযানে উভয়পক্ষের সংঘর্ষে ৫ সন্দেহভাজন জিহাদি নিহত হয়েছে।
দুটি অ্যাপার্টমেন্ট থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

একদিন আগেই গিজা পিরামিডের কাছে বোমা বিস্ফোরণে পর্যটকসহ ১৭ জন আহত হয়।