ক্রাইস্টচার্চে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে পুলিশ জানায়, হামলাকারী ব্রেন্টন ট্যারান্টের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। নিউ জিল্যান্ডে কারও বিরুদ্ধে এই অভিযোগ আনার ঘটনা এবারই প্রথম।

_106046041_hi052972911

মার্চের মাঝামাঝি সময়ে ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট নামের সন্দেহভাজন হামলাকারীর লক্ষ্যবস্তু হয় নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদ। তাণ্ডবের বলি হয় অর্ধশত মানুষ। হামলাটি বিশ্ববাসীর সামনে নতুন এক বাস্তবতা হাজির করে। প্রথমবারের মতো একটি হামলার লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয় এবং তা ভাইরাল হয়ে যায়। এতে আবারও সামনে আসে জঙ্গিবাদী কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকার প্রশ্ন।

ইতোমধ্যে ট্যারান্টের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আগামী জুনে আদালতে হাজির করা হবে তাকে।   

পুলিশ জানায়, এই অভিযোগ আনার আগে তারা আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন।