২৪ বার এভারেস্ট চূড়ায় উঠে বিশ্বরেকর্ড এক নেপালির

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টকে ২৪ বার হার মানিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন নেপালের কামি রিতা শেরপা। এক সপ্তাহের ব্যবধানেই উঠেছেন দুইবার।

_107040749_hi053988037

এভারেস্টের উচ্চতা আট হাজার ৮৪৮ মিটারের (২৯ হাজার ২৯ ফুট)। ১৯৫৩ সালে এডমুন্ড হিলারি এবং তেনজিং নরগে প্রথম এভারেস্ট জয় করেন। এরপর থেকে এভারেস্টে আরোহণ বাণিজ্যে রুপ নিয়েছে।

শেরপা বলেন, রেকর্ড করার জন্য পাহাড়ে ওঠেন না তিনি। পর্যটকদের গাইড হিসেবে সেখানে যান। এখনই অবসর নেওয়ার ইচ্ছা নেই। তিনি বলেন, আরও কয়েক বছর আমি উঠতে পারবা। আমি সুস্থ আছি। ৬০ বছর পর্যন্ত এভাবেই চালিয়ে যাওয়ার ইচ্ছা আমার।

১৯৯৪ সালে প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় ওঠেন শেরপা। গত সপ্তাহে ২৩ বার ওঠার পর যখন বেসক্যাম্পে পৌঁছান তখন কামিকে সংবর্ধনা দেওয়া হয়। সেদিনই তিনি বলেছিলেন, তিনি এ মৌসুমেই আবার এভারেস্টে পৌঁছাতে চান।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা মিরা আচার্য জানান, আবহাওয়া ভালো থাকায় মঙ্গলবার ভারতীয় এক অভিযাত্রী দলের সঙ্গে পুনরায় এভারেস্ট চূড়ায় ওঠেন রিতা।