রাত জেগে ইভিএম পাহারা দিচ্ছে ভারতের বিরোধী দলগুলো

ভারতের বিভিন্ন রাজ্যে ভোট জালিয়াতির আশঙ্কায় রাত জেগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পাহারা দিচ্ছেন দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। দেশটিতে ভোটগ্রহণ শেষে ইভিএম মেশিনগুলো যেখানে রাখা হয় সেই কক্ষকে স্ট্রংরুম বলা হয়। এই কক্ষটিকে ঘিরে থাকে তিন স্তরের নিরাপত্তাবেষ্টনী। ভোট গণনার আগ পর্যন্ত এখানেই থাকে ইভিএমগুলো। তবে বিরোধীদের আশঙ্কা, ইভিএম বদল করে ভোটের ফল উল্টে দেওয়ার অপচেষ্টা করতে পারে ক্ষমতাসীন বিজেপি। আর এমন আশঙ্কায় ঘি ঢেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিও। এসব ভিডিওতে ইভিএমে জালিয়াতির ইঙ্গিত মিলেছে।

nonameএমন একটি ভাইরাল ভিডিও নিয়ে উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের ঘটনা ঘটেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তর প্রদেশের চান্দৌলি এবং গাজিপুর কেন্দ্রে ভোটের একদিন পর একটি ট্রাক থেকে ইভিএম নামানো হচ্ছে।

ইভিএম অন্যত্র পাঠানো হচ্ছে এবং অননুমোদিত গাড়িতে সেগুলোকে রাখা হচ্ছে কোনও রকম নিরাপত্তা ছাড়াই। এমন বেশ কিছু ছবিও প্রকাশিত হয়েছে। বিহার, হরিয়ানা এবং পাঞ্জাবের বিভিন্ন জায়গা থেকে ইভিএমের কারচুপির অভিযোগ উঠেছে।

বিক্ষোভকারীরা বলছেন, স্ট্রং রুমের বাইরে নিয়ে ইভিএম-এর ফলাফল বদলে দেওয়া হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে নেতাকর্মীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছে বিরোধী দলগুলো। সে মোতাবেক পালা করে পাহারা দেওয়া হচ্ছে স্ট্রং রুম।

মঙ্গলবার রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লিতে একটি স্টোর রুম পরিদর্শন করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা দিগ্বিজয় সিং। উত্তর প্রদেশের মেরুত ও রায়বেরেলিতে ইভিএম স্টোর রুমের সামনে অবস্থান নিয়েছে কংগ্রেস নেতাকর্মীরা।

কারচুপির আশঙ্কায় ভোটগণনার আগে ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখার দাবি জানিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে ভারতের ২২টি বিরোধী দল। সূত্র: এনডিটিভি, জি নিউজ।