জয় শ্রী রাম বলতে রাজি না হওয়ায় মুসলিম তরুণকে মারধর

ভারতে বিজেপি শাসিত হরিয়ানা অঙ্গরাজ্যের গুরগাঁওতে জয় শ্রী রাম বলতে রাজি না হওয়ায় এক মুসলিম তরুণকে মারধরের ঘটনা ঘটেছে। মোহাম্মদ আলম বরকত নামের ওই তরুণ জানিয়েছেন, শনিবার মসজিদ থেকে ফেরার পথে রাস্তায় চারজন লোক তাকে ঘিরে ধরে। তারা তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে এবং বার বার জয় শ্রী রাম বলার জন্য চাপ দিতে থাকে। রাজি না হওয়ায় তারা তাকে মারধর করে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

12এর আগে এক ভাষণে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিশ্বাস অর্জনের কথা বলেছিলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। তিনি বলেন, এতদিন যেভাবে তাদের ভোট ব্যাঙ্কের স্বার্থে ব্যবহার করা হতো তার পরিবর্তন করতে হবে। তার এ বক্তব্যের একদিনের মাথায় বিজেপি শাসিত হরিয়ানার গুরগাঁওয়ে এমন অপ্রীতিকর ঘটনা ঘটলো।

এবারের নির্বাচনে হরিয়ানার ১০ আসনের সবকটিতেই জিতেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির প্রার্থীরা।

রবিবারের ঘটনার শিকার মোহাম্মদ আলম বরকত নামের ওই তরুণ এনডিটিভি-কে বলেন, ‘আমি মসজিদ থেকে ফিরছিলাম। তখন রাস্তায় একজন লোক আমাকে বলে টুপি খুলে ফেলতে হবে। রাজি হইনি বলে জোর করে টুপি খুলে দেয় এবং মারধর করতে থাকে। ইতোমধ্যে আরও কয়েকজন এসে ভিড় করে সেখানে। তারা জয় শ্রী রাম ধ্বনি উচ্চারণ করতে চাপ দিতে থাকে। আমি জিজ্ঞেস করি, আমাকে কেন এ কথা বলতে হবে। এইটুকু বলার পরই মারধর শুরু করে এবং আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে।’

এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

এর আগে মধ্যপ্রদেশের সিওনি এলাকায় গরুর মাংস বহনের অভিযোগে এক মুসলমান দম্পতিসহ চারজনকে মারধর করা হয়েছে। সেই ঘটনা আবার ভিডিও করা হয়েছে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সেটি ফেসবুকে পোস্ট করে শুভম সিং নামের স্বঘোষিত এক গো-রক্ষক। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিও। যেখানে দেখা গেছে, তিন পুরুষকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর এবং এক নারীকে জুতাপেটা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের সিওনি এলাকায় গরুর মাংস নিয়ে যাওয়ার সময় এ বর্বরতার শিকার হন এক মুসলিম দম্পতিসহ চারজন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, স্বঘোষিত গো-রক্ষকরা মারধরের পাশাপাশি জয় শ্রী রাম ধ্বনি উচ্চারণ করছে।

মারধরের ঘটনাটি ২২ তারিখের। এক মুসলমান দম্পতিসহ চারজন অটোতে করে যাচ্ছিলেন। তাদের সঙ্গে গরুর মাংস ছিল। সে সময় কয়েকজন যুবক তাদের পথ আটকে দাঁড়ায় এবং জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যায়, অটো ধরে বিক্ষোভ চলছে এবং ওই চারজনকে মারধর করা হচ্ছে।