বাংলায় শপথ নেবেন দেবশ্রী চৌধুরী

পশ্চিমবঙ্গের রায়গঞ্জ আসন থেকে জয়ী হয়ে বিস্ময় জাগিয়েছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। এবারে তিনি ঠাঁই পাচ্ছেন নরেন্দ্র মোদির মন্ত্রিসভায়। তবে তাতেই থামছে না চমক। একমাত্র মন্ত্রী হিসেবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতির বাসভবনের ওই অনুষ্ঠানে বাংলায় শপথ নেবেন তিনি। বিজেপি সভাপতি অমিত শাহ তাকে বাংলায় শপথ নেওয়ার অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন দেবশ্রী।পশ্চিমবঙ্গের বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী

বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দেবশ্রী চৌধুরী। ৪৮ বছর বয়সী এই নেতা লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার পর এখন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় আছেন। মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির কথা তাকে নিশ্চিত করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

বার্তা সংস্থা এএনআই’কে দেবশ্রী চৌধুরী বলেন, ‘খুবই ভালো লাগছে। আমি ওই ফোনকলটির অপেক্ষায় ছিলাম’। নির্বাচনি প্রচারণায় রায়গঞ্জের মানুষকে অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেবশ্রীকে নির্বাচিত করা হলে তাকে মন্ত্রী করা হবে।’ স্থানীয় সাংবাদিকদের দেবশ্রী বলেন, ‘তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন। আমাকে বাংলায় শপথ নিতে বলেছেন তিনি।

পশ্চিমবঙ্গ থেকে মোদির মন্ত্রিসভায় দ্বিতীয় সদস্য হচ্ছেন দেবশ্রী। আগের মেয়াদে মোদি সরকারের শিল্প ও বেসরকারি উদ্যোক্তা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাওয়া পশ্চিমবঙ্গের বাবুল সুপ্রিয় এবারও মন্ত্রিসভায় থাকছেন।

পশ্চিমবঙ্গে এবার বিশেষ জোর দিয়ে ৪২ আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে বিজেপি। চিকেন’স নেক নামে পরিচিতি শিলিগুড়ি করিডোরে অবস্থিত রায়গঞ্জের আসন থেকে নির্বাচিত হন দেবশ্রী। বামফ্রন্টের প্রার্থী মোহাম্মদ সেলিম ও কংগ্রেসের দিপা দাসমুন্সীকে হারিয়ে বিজেপিকে জয় এনে দেন তিনি। আগে একসময়ে এই আসন থেকে কংগ্রেসের নেতা হিসেবে এমপি ছিলেন দেবশ্রীর প্রয়াত স্বামী প্রিয়রঞ্জন দাসমুন্সী।