প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ধন্য জাপানের জনপ্রিয় গায়ক

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর দূত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন জাপানের সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাকামাসা ইশিহারা। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রীর দফতরে শেখ হাসিনার সম্মানে আয়োজিত এক ভোজসভায় আমন্ত্রণ পেয়েছিলেন মিয়াভি নামে পরিচিত এই তারকা। সেখানে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন। জানিয়েছেন, শেখ হাসিনার সামনে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অসামান্য ভূমিকার প্রশংসা করার সুযোগ পেয়ে  নিজেকে ধন্য মনে করছেন।

 

 
 
 
View this post on Instagram

Invited to a banquet for Bangladesh Prime Minister Sheikh Hasina at the prime minister’s office in Japan as UNHCR ambassador. I was glad to be able to show our appreciation to Bangladesh for the generosity they showed to support Rohingya refugees. Thank you Prime Minister Abe and everyone who’s involved for having me. Hope to visit Bangladesh and hang with the kids again soon!