X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

চীনের হাসপাতালে চালু হলো ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস ওয়ার্ড

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২৫, ২২:২৪আপডেট : ০২ জুলাই ২০২৫, ২২:২৪

প্রযুক্তির নাম বিসিআই—ব্রেইন কম্পিউটার ইন্টারফেস। এই প্রযুক্তির মাধ্যমে রোগী শুধু চিন্তা করে নিয়ন্ত্রণ করতে পারেন বিভিন্ন ধরনের যন্ত্র। আর সেই প্রযুক্তি এবার গবেষণাগার থেকে পৌঁছে গেছে হাসপাতালের ওয়ার্ডে। বেইজিংয়ের থিয়ানথান হাসপাতালে চালু হয়েছে চীনের প্রথম বিসিআই ক্লিনিক্যাল ওয়ার্ড। এতে করে নতুন গতি পেলো অত্যাধুনিক এ প্রযুক্তি।

বিসিআই এমন এক প্রযুক্তি, যা মানব মস্তিষ্কের বিদ্যুৎতরঙ্গ শনাক্ত করে সেটাকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। আর এতে করে রোগী চিন্তা করেই শরীরের প্যারালাইজড অংশ চালাতে পারেন বা নড়াচড়া করতে পারেন যান্ত্রিক কোনও অঙ্গ।

থিয়ানথান হাসপাতালের প্রধান নিউরোসার্জন চাও চিচং বলেন, ‘প্রথমে রোগীর পেশি শক্তি ছিল তৃতীয় গ্রেডের, যা ‍খুব দুর্বল। কিন্তু বিসিআই প্রশিক্ষণ শুরুর পর এখন তিনি নির্দিষ্ট পেশিগুলো সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন। এটাই বিসিআই-এর বাস্তব ফল।’

গবেষকদের মতে, মূলত নিউরোসায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চিকিৎসাবিজ্ঞানকে এক সুতোয় গেঁথেছে বিসিআই প্রযুক্তি। মানুষের প্রতিটি চিন্তাই মাথায় একধরনের বৈদ্যুতিক সংকেত তৈরি করে, যা বিসিআই সিস্টেম শনাক্ত করে এবং সেটাকে ডিভাইস নিয়ন্ত্রণের ভাষায় অনুবাদ করে।

এই প্রযুক্তি এখন শুধু হাত-পা নয়, কথা বলার ক্ষমতা ফেরাতেও কাজ করছে। যদিও এখনও এটি গবেষণা পর্যায়ে রয়েছে।

ছবি: সিএমজি

চাও চিচং আরও বলেন, ‘আমরা চলাফেরা ও কথা বলার ক্ষেত্রে ভালো ফলাফল দেখছি। তবে এখনও এটি গবেষণার পর্যায়ে—চূড়ান্ত প্রয়োগে সময় লাগবে।’

বিসিআই প্রযুক্তি শুধু হাসপাতালেই সীমিত নয়—এর পেছনে কাজ করছে চিকিৎসা সামগ্রী নির্মাতারাও। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের রিশেনা নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে এক অভিনব নিউরাল স্টিমুলেটর, যা রোগীর মাথায় বসানোর পর স্মার্টফোন অ্যাপেই ব্রেইনওয়েভ মনিটরিং সম্ভব।

রিশেনা মেডিক্যাল ডিভাইস কোম্পানির মহাব্যবস্থাপক তুই ইউহুই জানালেন, ‘আমাদের নতুন নিউরাল স্টিমুলেটর এমনভাবে ডিজাইন করা যে, একবার বসানোর পর রোগীকে হাসপাতালে থাকার দরকার নেই। শুধু মোবাইল অ্যাপে ব্রেইনওয়েভ রেকর্ড করে ক্লাউডে আপলোড করলেই হবে—ডাক্তাররা সেখান থেকেই বিশ্লেষণ করে চিকিৎসা ঠিক করে দিতে পারবেন।’

বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাত, প্রযুক্তি শিল্প এবং সরকারি নীতিনির্ধারকদের সমন্বিত প্রচেষ্টায় এই বিসিআই প্রযুক্তিই আগামী দিনে হয়ে উঠবে যাবতীয় চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ।

সূত্র: সিএমজি

 

 

/এএ/
সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল