কংগ্রেস সংসদীয় দলের নতুন প্রধান সোনিয়া

কংগ্রেসের সংসদীয় দলের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। গত ৫ বছর এই দায়িত্ব পালন করেছেন কর্ণাটকের নেতা মল্লিকার্জুন খাড়গে।

noname

শনিবার দলের নব নির্বাচিত সাংসদরা নেতা নির্বাচন করতে বৈঠকে বসেন। সেখানেই সংসদীয় দলের চেয়ারপারসন বা প্রধান হিসেবে সোনিয়ার নাম চূড়ান্ত হয়। এখন তিনিই ঠিক করবেন সংসদে কংগ্রেসের দলনেতা কে হবেন।

নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও এবারও কংগ্রেসের বিরোধী দলনেতার পদ পাওয়া নিয়ে সংশয় আছে। যে পরিমাণ আসন পেলে বিরোধী দলীয় নেতার পদ পাওয়া যায় তার থেকে কংগ্রেসের তিনটি আসন কম আছে।

সংসদীয় দলের বৈঠকে সোনিয়া কংগ্রেসকে ভোট দেওয়া কোটি কোটি ভোটারকে ধন্যবাদ জানান। ভোটারদের পাশাপাশি ছেলে রাহুলকেও ধন্যবাদ জানান তিনি।

নির্বাচনের সময় কংগ্রেস সভাপতি রাহুলের ভূমিকায় সন্তুষ্ট সোনিয়া। রাহুল যেভাবে মোদি সরকারের যেভাবে মোকাবিলা করেছেন, যেভাবে সমাজের সব অংশের মানুষের সমস্যা নিয়ে সরব হয়েছেন তা প্রশংসাযোগ্য বলেই মনে করেন কংগ্রেস নেত্রী।