ভারতীয় হাইকমিশনের অতিথিদের হেনস্তার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন আয়োজিত এক ইফতার পার্টিতে আমন্ত্রিতদের ভীতি প্রদর্শন ও হেনস্তা করে ওই স্থান থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের কর্মকর্তাদের বিরুদ্ধে। রবিবার (২ জুন) পাকিস্তানে নিয়োজিত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া এ অভিযোগ করেন। ‘হেনস্তা’র শিকার হওয়া অতিথিদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

পাকিস্তান ও ভারতের পতাকা
শনিবার (১ মে) সন্ধ্যায় ইসলামাবাদের হোটেল সেরেনায় ইফতার পার্টির আয়োজন করে ভারতীয় হাইকমিশন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, পাকিস্তানি কর্মকর্তারা স্থানটি ঘেরাও করে ফেলেন। কয়েকজন পাকিস্তানি কর্মকর্তা ছদ্মবেশে আমন্ত্রিতদের কাছে গিয়ে তাদের ইফতারে যোগ দেওয়ার ব্যাপারে হুমকি দেন। শতাধিক অতিথিকে বিব্রত করা হয়, বাধ্য করা হয় ওই স্থান ছেড়ে যেতে।

পাকিস্তানে নিয়োজিত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া বলেন, ‘যেসব অতিথিকে হেনস্তা করে গতকালের ইফতার পার্টি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ধরনের ভীতি প্রদর্শনকারী কৌশল অত্যন্ত হতাশাজনক।’

অজয়ের দাবি, এ ধরনের কৌশল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পক্ষে প্রতিকূল। তিনি বলেন, ‘তারা শুধু কূটনৈতিক আচরণের মৌলিক নিয়ম এবং সভ্য ব্যবহারের নিয়মকেই লঙ্ঘন করছে না, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও এটি প্রতিকূলতা তৈরি করে।’