যুক্তরাজ্যের পথে ট্রাম্প-মেলানিয়া

রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আজ (সোমবার) লন্ডনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মেলানিয়াকে নিয়ে এয়ারফোর্স ওয়ান বিমানে করে রওনা করেছেন তিনি।  যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) তার লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে। তার এই সফরকে কেন্দ্র করে সেখানে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

২০১৮ সালের জুলাই মাসে ব্যক্তিগত সফরে লন্ডনে গিয়েছিলেন ট্রাম্প-মেলানিয়াসোমবার সন্ধ্যায় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার জন্য বাকিংহাম প্যালেসে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এদিকে ট্রাম্পের সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্যজুড়ে বিক্ষোভের প্রস্তুতি চলছে। লন্ডন, ম্যানচেস্টার, বেলফাস্ট, বার্মিংহাম ও নটিংহাম-এ সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।

যুক্তরাজ্য সফরকে সামনে রেখে দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দেওয়ার জন্য তিনি বরিস জনসনকে সমর্থন দিচ্ছেন। দ্য টাইমস-কে দেওয়া অপর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছিন্ন হওয়া সংক্রান্ত আলোচনায় ব্রেক্সিট পার্টির নেতা নিজেল ফারেজের অংশগ্রহণ করা উচিত।  

সোমবার ওয়েস্ট মিনস্টার অ্যাবে পরিদর্শন করবেন ট্রাম্প। ক্লিয়ারেন্স হাউসে (রয়েল রেসিডেন্স) প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়ালের সঙ্গেও চা চক্রে অংশ নেবেন তিনি।