বিজেপিকে রুখতে মমতার ‘জয় হিন্দ’ বাহিনীর যাত্রা শুরু

৩০ মে নৈহাটিতে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনেই ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেদিনই নৈহাটির মঞ্চ থেকে আরএসএস’র পাল্টা ‘জয় হিন্দ বাহিনী’ গড়ে তোলার ডাক দেন তৃণমূল প্রধান। রবিবার (২ জুন) তার নির্দেশনা অনুযায়ী জয় হিন্দ বাহিনীর যাত্রা শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।

মমতা
তৃণমূল কংগ্রেস এর আগেও জয় হিন্দ বাহিনী গঠন করেছিল। রাজনৈতিক মহলের মতে, কার্যক্ষেত্রে এটা একটা ‘নামকাওয়াস্তে’ বাহিনী ছাড়া আর কিছুই নয়, এদের কোন কার্যকলাপ কখনও কারও নজরে পড়েনি। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে শীর্ষপদে বসিয়ে এবং নানা পদক্ষেপ নিয়েও এই সংগঠনকে নিজের পায়ে দাঁড় করানো যায়নি। তবে অতীতে অসফল হলেও সাম্প্রতিক রাজনৈতিক আবহে রাজ্যে গেরুয়া শিবিরের বাড়বাড়ন্ত দেখে তৃণমূল প্রধান নতুন করে জয় হিন্দ বাহিনী গঠন করার নির্দেশ দিয়েছেন।

রাজ্যের প্রতিটি ব্লকে এই বাহিনী গড়ার নির্দেশ দিয়েছেন মমতা। সংঘ পরিবার বা বিশ্ব হিন্দু পরিষদ মনে করছে, তাদের বাহিনীর সঙ্গে টক্কর দিতে পারবে না তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী।