‘জয় শ্রীরাম’ নিয়ে ক্ষোভের ব্যাখ্যা দিলেন মমতা

বিজেপি’র ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে নিজের আপত্তির ব্যাখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘জয় শ্রীরাম’ নিয়ে তার আপত্তি নেই। তার আপত্তির জায়গা হলো, বিজেপি একে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। ওই স্লোগান তাই রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দিয়েছেন মমতা।

মমতা বন্দোপাধ্যায়
নির্বাচনের প্রচার পর্ব থেকেই পশ্চিমবঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে বিতর্ক শুরু হয়। ভোটের প্রচারের সময়ে এবং ফল প্রকাশের পরে একাধিকবার বিজেপির এই স্লোগানের তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী। কয়েক দিন আগে নৈহাটি যাওয়ার পথে ‘জয় শ্রীরাম’ শুনে গাড়ি থেকে নেমে তেড়ে গিয়েছিলেন তিনি। এবার শুভবোধসম্পন্ন মানুষের কাছে তিনি আহ্বান জানিয়েছেন, যারা ঘৃণা ছড়িয়ে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য, ইতিহাস এবং সংবিধান ধ্বংস করার চেষ্টা করছে, তাদের যথাযথ উত্তর দিতে হবে।

ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সভায় রাজনৈতিক দলগুলোর স্লোগানে আমার কোনও আপত্তি নেই। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান আছে। আমার দলের জয় হিন্দ এবং বন্দেমাতরম, বামদের ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রয়েছে। কিন্তু আমরা একে অপরকে সম্মান করি।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভগবান রামচন্দ্রের নামে স্লোগানেও তার কোনও আপত্তি নেই, তবে বিজেপি যেভাবে সেটার ‘ভুল ব্যবহার করে ধর্ম ও রাজনীতিকে মেশাচ্ছে’, তা নিয়ে তার আপত্তি রয়েছে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ভাঙচুর ও সন্ত্রাসের মাধ্যমে ঘৃণা ছড়ানোর এটা একটা পরিকল্পনামাফিক পদক্ষেপ, আমাদের সবাইকে একসঙ্গে এর বিরোধিতা করতে হবে। একজন কয়েকবার কিছু মানুষকে বোকা বানাতে পারে, কিন্তু সবসময় সবাইকে বোকা বানাতে পারে না।’