বিশ্বের মুসলিমদের প্রতি ট্রাম্পের ঈদ শুভেচ্ছা

বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি ঈদ-উল ফিতরের ‘উষ্ণ শুভেচ্ছা’ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩ জুন) এক বিবৃতিতে ঈদ উদযাপনকারী মুসলিম সম্প্রদায়ের জন্য আনন্দ ও শান্তি কামনা করেন তিনি।

ট্রাম্পের ঈদ শুভেচ্ছা
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া না যাওয়ার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে ঈদের দিনক্ষণ নিয়ে তারতম্য হয়ে থাকে। মঙ্গলবার যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। তবে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে চাঁদ দেখার ভিত্তিতে বুধবার কিংবা বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে। ঈদ উল ফিতর উপলক্ষে বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‘ধর্মীয় এ দিনটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের মুসলিমদেরকে সুবিধাবঞ্চিতদের প্রতি তাদের সহায়তার অঙ্গীকার নবায়নের, সৃষ্টিকর্তার প্রতি নিজেদের বিশ্বাস দৃঢ় করার, প্রার্থনা করার এবং অন্যদের প্রতি বন্ধুভাবাপন্ন হওয়ার সুযোগ দেয়।’

বর্তমানে তিনদিনের যুক্তরাজ্য সফরে রয়েছেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া।