মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপন

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া না যাওয়ার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে ঈদের দিনক্ষণ নিয়ে তারতম্য হয়ে থাকে। সে অনুযায়ী মঙ্গলবার (৪ জুন) যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। তবে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে চাঁদ দেখার ভিত্তিতে বুধবার কিংবা বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে। সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবারই উদযাপিত হচ্ছে ঈদ। তবে মিসর, সিরিয়া, জর্ডানসহ আরও বেশ কিছু দেশে বুধবারের আগে ঈদ হচ্ছে না।

বিশ্বের বিভিন্ন দেশে কীভাবে ঈদ উদযাপিত হচ্ছে তা ছবিতে দেখে নেওয়া যাক—

ছবি-১

মঙ্গলবার মদিনায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসলিমরা

 

ছবি-২
বেনগাজিতে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন কয়েকজন লিবীয় নাগরিক

 

ছবি-৩
সেন্ট পিটার্সবার্গের মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন মুসল্লিরা

 

ছবি-৪বৈরুতে আল-আমিন মসজিদের সামনে ঈদের জামাতে মুসলিমরা

 

ছবি-৫গাজা সিটির একটি বাজারে কেনাকাটা করছেন ফিলিস্তিনিরা

 

ছবি-৬নেদারল্যান্ডসের রটেরডামের মেভলানা মসজিদে ঈদের জামাতে মুসল্লিরা

ছবি-৭ঈদ উপলক্ষে হাতে মেহেদি পরেছে কাশ্মিরের শ্রীনগরের এক স্কুলশিক্ষার্থী

ছবি-৮

কসোভোর প্রিস্টিনাতে গ্র্যান্ড মসজিদে ঈদের জামাতে অংশ নেওয়া কয়েকজন শিশু