তীব্র ঠান্ডায় অস্ট্রেলিয়ায় আবহাওয়া সতর্কতা জারি

অস্ট্রেলিয়ায় তীব্র ঠান্ডায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদফতর। তারা জানায়, ২০১৫ সালে পর এমন তুষারপাত দেখা যায়নি এবং এটা খুবই বিরল পরিস্থিতি।

_107221504_62083658_2338567073130334_456844564490092544_n

সিডনিসহ উপকূলের হাজার কিলোমিটার অঞ্চলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ঠান্ডা বাতাস ও ভারি বৃষ্টিপাতের আশঙ্কায় নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ লাচলান স্টোন বলেন, কুইন্সল্যান্ডে তুষারপাত ও ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে। এ সময় এই পরিস্থিতি স্বাভাবিক না। অন্যদিকে দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকায়ও ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে।   

কর্তৃপক্ষ জানান, ইতোমধ্যে স্ট্যানথ্রপ শহরে তুষারপাত শুরু হয়েছে। মঙ্গলবার বরফ হয়ে যাওয়ার মতো তাপমাত্রা ছিল সেখানে।

আবহাওয়া অধিদফতর জানায়, সিডনির পশ্চিমে পাহাড়ি অঞ্চলে ৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়। সেখানে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসে ৯০ কিলোমিটার বেগে বাতাস চলতে পারে। সিডনি বন্দরে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।