কাশ্মিরে জঙ্গি হামলায় সেনাসদস্য নিহত

কাশ্মিরে জঙ্গি হামলায় এক সেনাসদস্য প্রাণ হারিয়েছেন৷ সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগে ওই জওয়ানের বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়৷ ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহত সেনাসদস্য মনজুর আহমেদ বেগ ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন।

noname

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলন ইসলামিকীকরণ হয়েছে। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। এর বিপরীতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায়ই কাশ্মিরে সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এনডিটিভি বলছে,  মুখ ঢাকা কয়েক জন সশস্ত্র জঙ্গি মনজুরের বাড়িতে ঢোকে৷ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়৷ গুলিতে গুরুতর আহত মনজুরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি৷

২০১৮ সালের জুনে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য আওরঙ্গজেবকে অপহরণ করা হয়। সোপিয়ান জেলা থেকে অপহরণের পর দশ কিলোমিটার দূরে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ বছর মার্চে সেনা বাহিনীর পলাতক ঘোষিত সদস্য সৈকত আহমেদকে পুলওয়ামার পিনগ্লেনায় গুলি করে হত্যা করা হয়। একই মাসে কাশ্মিরের লাইট ইনফ্যান্ট্রির সদস্য ইয়াসিন ভাটের পরিবারের সদস্যরা তাকে অপহরণ চেষ্টা রুখে দেয়।

এ বছর এপ্রিলে গ্রামের বাড়িতে ছুটি কাটাতে এসে হত্যার শিকার হন মোহাম্মদ রফিক ইয়াতু নামের এক সেনা সদস্য। একইভাবে ছুটি কাটাতে এসে প্রাণ হারালেন ভারতীয় সেনার ৩৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান মনজুর। সোপিয়ানে কর্মরত সেনাসদস্য মনজুর ইদের ছুটিতে পরিবারের সময় কাটাতে এসেছিলেন৷ তার হত্যাকাণ্ডে জড়িতদের সন্ধানে  তল্লাশি শুরু করেছে পুলিশ৷