মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন বানাবে ভারত

মহাকাশ গবেষণায় আরও একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে ভারত। সে দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এবার মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন তৈরি করতে যাচ্ছে৷ বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

noname

 

ধারাবাহিকভাবে মহাকাশে নিজেদের সক্ষমতার উদাহরণ সৃষ্টি করে চলেছে ভারত। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তারা শতাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের রেকর্ড করে। ২০১৮ সালে মহাকাশে মানুষ পাঠাতে বাজেট বরাদ্দ করে। সবশেষ সে দেশের লোকসভা নির্বাচনের আগে মার্চের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মিশন শক্তি’ নামে অভিযানের মধ্য দিয়ে স্যাটেলাইট ধ্বংসের পরীক্ষামূলক কর্মসূচি শুরুর ঘোষণা দেন।

আইএসআরও-এর প্রধান কে শিবন গগনায়ন মিশনে এই বিশাল প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ইসরো প্রধান৷ প্রকল্পটি বাস্তবায়ন হলে মহাকাশে একটি স্পেস স্টেশন থাকবে ভারতেরও।

শিবনের কথায়, 'আমাদের গগনায়ন প্রকল্প চালিয়ে যেতেই হবে৷ হিউম্যান স্পেস মিশনের পরেই তা হবে৷ নিজেদের একটি স্পেস স্টেশনের পরিকল্পনা করছে ভারত।'