কম্বোডিয়ায় ভবন ধসে নিহত ১৩, আহত ২১

কম্বোডিয়ায় একটি সাততলা ভবন ধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। এখনও সেখানে উদ্ধার অভিযান চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

_107497370_mediaitem107497369

প্রতিবেদনে বলা হয়, শনিবার সিহানুকভিলে ধসে যাওয়া ওই নির্মাণাধীন ভবনটি একটি চীনা প্রতিষ্ঠানের মালিকানাধীন। সাম্প্রতিক বছরগুলোতে সিহানুকোভিল শহরটতে প্রচুর চীনা হোটেল ও ক্যাসিনো গড়ে উঠেছে।   

পুলিশ জানায়, ইতোমধ্যে ভবনের চীনা মালিকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে কম্বোডিয়ান ভূমিমালিককেও। নিহতদের তিনজনকে কম্বোডিয়ান নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ

কর্মকর্তাদের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার সময় সেখানে প্রায় ৫০ জন কর্মী কাজ করছিলো। তারা জানান, আমরা সতর্কতার সঙ্গে ভবনটির ধ্বংসাবশেষ সরাবো। এটি খুব কঠিন কাজ কিন্তু উদ্ধারকারীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রায় ১৫ মিটার প্রশস্ত এবং ৩০ মিটার দীর্ঘ নির্মাণাধীন ভবনটির নির্মাণকাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছিল বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।