৪৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে মিললো প্রাণের সন্ধান

কম্বোডিয়ায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৮ ঘণ্টারও বেশি সময় পর দুজনকে জীবিত উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারী বাহিনী। উদ্ধারকারীরা যখন জীবিত কাউকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, তারপরই উদ্ধার করা হলো তাদের।

_107512731_f7596798-cec2-48ad-a549-5488cce54cedগত শনিবার কম্বোডিয়ায় একটি নির্মাণাধীন সাততলা ভবন ধসে তাৎক্ষণিক ১৩ জন নিহত হন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। সোমবার উদ্ধার অভিযান পরিচালনাকারী সদস্যরা জানিয়েছিলেন, জীবিত কাউকে উদ্ধার করার আশা ছেড়ে দিয়েছেন তারা। এর কয়েক ঘণ্টা পরই উদ্ধার হয় আরও দুজন।

তাদের মধ্যে একজন রোজ সিথা। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মনে হচ্ছে আমার পুনর্জন্ম হয়েছে। আমি ভাবতেও পারিনি বেঁচে যাবো। আমি চিৎকার করছিলাম, কিন্তু কেউ শুনতে পাচ্ছিলো না। একটা সময় কেউ আমার আওয়াজ শুনতে পায়, তারা আমাকে তুলে আনে।’

এর আগে দেশটির প্রধানমন্ত্রী হুনসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ইতোমধ্যে পদত্যাগ করেছেন ওই প্রদেশের গর্ভনর। ভবনের চীনা মালিকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে কম্বোডিয়ান ভূমি মালিককেও।