‘আমেরিকান আয়লান’র জন্য শোক জানালেন পোপ

মেক্সিকোর নদীতে যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রত্যাশী বাবা ও মেয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বুধবার তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তাদের মৃত্যুতে পোপ গভীরভাবে শোকাহত। যুদ্ধ ও দুর্দশা থেকে পালিয়ে বাঁচতে গিয়ে যেই অভিবাসীর প্রাণ হারিয়েছে তাদের সবার জন্য প্রার্থনা করছেন তিনি।

pope-francis-joins-global-outrage-at-drowning-of-mexican-migrant-father-daughter

গত কয়েক মাসে ব্যাপক হারে বেড়েছে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ। সর্বশেষ সোমবার জলে ভেসে আসা এল সালভেদরের এক অভিবাসী ও তার মেয়ের পানিতে ভেসে আসা নিথর মরদেহের ছবি ভাবিয়ে তোলে সবাইকে। সবার চোখের সামনে যেন ভেসে উঠেছে সিরীয় শিশু আয়লান কুর্দির নিথর দেহ। চলতি সপ্তাহেই শিশুসহ আরও তিনজন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

পোপের কার্যালয়ের অন্তবর্তীকালী পরিচালক অ্যালেসেন্দ্রা গিসোটি বলেন, ‘মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী নদী পাড়ি দিতে গিয়ে প্রাণ হারানো বাবা ও শিশুকন্যার ছবি দেখে গভীর শোক প্রকাশ করেছেন পোপ।   

চলতি বছর এখন পর্যন্ত লিও গ্রান্দে পাড়ি দিতে গিয়ে অনেক অভিবাসীর মৃত্যু হয়ছে, যা বিগত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। সোমবার (১০ জুন) থেকে মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা কার্যকরের কথা ছিল যুক্তরাষ্ট্রের। এ নিয়ে মীমাংসা করতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে আলোচনা চলতে থাকে। সর্বশেষ এক যৌথ ঘোষণায় জানানো হয়, গোটা সীমান্তে অভিবাসন সংক্রান্ত কর্মসূচিকে বিস্তৃত করার ব্যাপারে রাজি হয় মেক্সিকো।

অন্যদিকে এই অভিবাসীদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন পোপ। চলতি বছরেই যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করতে থাকা মেক্সিকোতে অবস্থানরত অভিবাসীদের পাঁচ লাখ ডলার সহায়তা দেন পোপ ফ্রান্সিস।  । ১৬টি ধর্মীয় এলাকায় ২৭টি প্রজেক্টের মাধ্যমে অভিবাসী প্রার্থীদের মৌলিক সহায়তা দিতে এই অর্থ ব্যয় করা হবে বলেও জানানো হয়।