হিমালয়ে প্রাণ হারানো পর্বতারোহীদের সবশেষ ভিডিও প্রকাশ

হিমালয়ে প্রাণ হারানো ৮ পর্বতারোহীকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। সে দেশের ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ(আইটিবিপি) তাদের টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেছে। তাদের দাবি, এটিই পর্বতারোহীদের প্রকাশিত শেষ ভিডিও।

 

সম্প্রতি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নান্দা দেবী থেকে সাতজন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়। গত ২৬ মে থেকে তারা নিখোঁজ ছিলেন। ওই আরোহীদের মধ্যে চারজন ব্রিটিশ, দুইজন মার্কিনি, একজন অস্ট্রেলীয় ও একজন ভারতীয় ছিলেন। এখনও ব্রিটিশ নাগরিক মার্টিন মোরানের মরদেহ খুঁজে পাওয়া যায়নি।

ওই আরোহীদের ১ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় তারা একটি পাহাড়ে উঠছিলো। সবার কোমড়েই দড়ি বাঁধা ছিলো। জুনে যেখানে মরদেহগুলো উদ্ধার করা হয় সেখানেই পাওয়া এক ক্যামেরায় এই ফুটেজ সংরক্ষিত ছিলো।

আইটিবিপির মুখপাত্র বিবেক কুমার পান্ডের ধারণা, তাদর ওজনের কারণেই পায়ের নিচ থেকে তুষার সরে যেতে থাকে এবং একটা সময় তুষারধস শুরু হয়। পর্বতারোহীদের কী সমস্যা হয়েছিলো সেটা এখন ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি।