ঘূর্ণিঝড় ব্যারি, লুইজিয়ানায় জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ব্যারি-র তাণ্ডবের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দিন ধরে মেক্সিকো উপসাগরে অবস্থান শেষে হ্যারিকেনের রূপ নিয়ে ঝড়টি লুইজিয়ানার উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০৪ কিলোমিটারের বেশি হতে পারে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।মিসিসিপি নদীর ওয়াকওয়ে
প্রতিবেদনে বলা হয়েছে, এ মুহূ্র্তে ঘণ্টায় তিন মাইল বেগে লুইজিয়ানার দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ব্যরি। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, যুক্তরাষ্ট্র সময় শনিবার এটি উপকূলে আঘাত হানতে পারে। ইতোমধ্যেই নিউ অরলিন্স নগরীতে বজ্রঝড় শুরু হয়েছে। তবে তীব্র বর্ষণ বন্যায় পরিণত হলে স্থানীয় বাসিন্দাদের জন্য তা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। ঘটতে পারে ভূমিধসের মতো ঘটনা। তবে জরুরি অবস্থা ঘোষণার ফলে ঝড়ে জরুরি পরিস্থিতি তৈরি হলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বড় ধরণের সহায়তা পাবে স্থানীয় কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় ব্যারি-র তাণ্ডব মোকাবিলায় সবাইকে সতর্ক থাকা আহ্বান জানিয়েছেন নিউ অরলিন্সের মেয়র লাতোয়া ক্যানট্রেল। বিমানবন্দর চালু থাকলেও সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নিউ অরলিন্স এয়ারপোর্ট কর্তৃপক্ষ। টুইটারে দেওয়া এক পোস্টে কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যারিকেন ব্যারি-র সম্ভাব্য প্রভাবের আশঙ্কায় শনিবার বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে এখানে কোনও ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করবে না। আবহাওয়া বিবেচনায় নিয়ে শনিবার থেকে পুনরায় কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে অধিকাংশ বিমান সংস্থা।