মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৫, চলছে উদ্ধার তৎপরতা

ভারতের মুম্বাইয়ের একটি বহুতল ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আটকা পড়ে আছেন ৩০ জনেরও বেশি। তাদের উদ্ধারে চলছে উদ্ধার অভিযান। কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

_107897042_mediaitem107897040

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে ।তবে এই ভবনধসের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ডোংরির ওই ভবনটি প্রায় ১০০ বছরের পুরোনো। সম্প্রতি ভারী বৃষ্টিপাতে এর কাঠামো দুর্বল হয়ে পড়েছে।

পাঁচজনের মরদেহ ‍উদ্ধার করা হলেও এখনও অনেকে আটকা পড়ে আছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা ও দমকল বাহিনী। ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) তিনটি বড় দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জীবিতদের খোঁজ করছেএছাড়া স্থানীয়রাও মানবশিকল তৈরি করে উদ্ধারকাজে অংশ নিয়েছে। এখন পর্যন্ত শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

তবে পথ সরু হওয়াতে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না।

একজন পথচারী এনডিটিভিকে বলেন, হঠাৎ করে আমরা বিকট শব্দ শুনলাম। সবাই চিৎকার করছিলো যে ভবনটি ধসে পড়ছে। আমি পালাতে শুরু করি।   আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “এই ভবনটি অবশ্যই ৯০-১০০ বছর পুরনো হবে। আমি কয়েকটি শিশুর লাশ দেখেছি। ভবনটিতে সাত থেকে আটটি পরিবার থাকতো।”

বিগত বছরগুলোতে ভারতে বেশ কয়েকটি ভবন ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় ২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ২০১৭ সালেই মুম্বাইয়ে তিনটি ভবন ধসের ঘটনা ঘটেছিলো।