৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকরের ঘোষণা নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর

নির্বাচিত হয়েই ব্রেক্সিট কার্যকরের ঘোষণা দিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার তিনি জানান, আগামী ৩১ অক্টোবর ব্রেক্সিট বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাবেন তিনি।

4968

মঙ্গলবার যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। দলের সদস্যরা চারদফা ভোটের পর মঙ্গলবার তাকে নতুন নেতা নির্বাচিত করেছেন। দেশটির সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাই প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই নিয়ম অনুযায়ী বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর শপথ নেবেন বরিস জনসন। 

জয়লাভের কয়েক মুহূর্ত পরই বরিস জনসন বলেন, ‘আমরা আগামী ৩১ অক্টোবরে ব্রেক্সিট বাস্তবায়ন করে ফেলবো।’

এই ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে মে মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ৭ জুন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের নেতার পদ থেকে থেরেসার সরে দাড়ানোর পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে রক্ষণশীল দল। সবশেষে সেখানে জয় পেয়ে বরিস জনসনও ব্রেক্সিট বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছেন।