পরমাণু সমঝোতা রক্ষায় গঠনমূলক আলোচনা হয়েছে: ইরান

পরমাণু সমঝোতা রক্ষায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরান। রবিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, বৈঠকে গঠনমূলক হলেও এ কথা বলার সুযোগ নেই যে, সব সমস্যার সমাধান হয়ে গেছে।
রবিবার রাতে ভিয়েনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ব্রিটিশ সরকার জিব্রাল্টার প্রণালীতে ইরানের তেল ট্যাংকার আটক করে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। বৈঠকে এ বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এতে সব সমস্যার সমাধান না হলেও তেহরানকে অনেকগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান আরাকচি।

পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইরান যতদিন আর্থিক সুবিধা না পাবে ততদিন এ সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার নীতিতে অটল থাকার কথা জানায় তেহরান।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় বলা হয়েছে, কোনও এক পক্ষ সমঝোতা লঙ্ঘন করলে প্রতিপক্ষের আহ্বানে সংশ্লিষ্ট সবগুলো দেশ বৈঠকে বসে উদ্ভূত পরিস্থিতির সমাধান করবে। ইরান সম্প্রতি পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখার পর ইউরোপের একাধিক দেশ এ বৈঠকে বসার দাবি জানিয়েছিল। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন।

বৈঠকের অবকাশে আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ-প্রধান হেলগা শ্মিড এবং চীন ও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। সূত্র: পার্স টুডে।