কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

আফগানিস্তানে রাজধানী কাবুলে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহ এর দফতরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন। কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

20190729T040102Z_1_LYNXNPEF6S0AL_RTROPTP_4_AFGHANISTANBLAST

আমরুল্লাহ সালেহ দেশটির গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান এবং বর্তমানে প্রেসিডেন্ট আশরাফ ঘানির নিরাপত্তা পরামর্শক। আগামী সেপ্টেম্বরেই নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করবেন তিনি। এখন পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার করেনি।

তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী মার্কিন-আফগান কূটনীতিক জালমায় খালিজাদ এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হামলকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘আমরুল্লাহ সালেহের রাজনৈতিক কার্যালয়ে হামলার ঘটনা নিঃসন্দেহে সন্ত্রাসী কার্যক্রম। হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচন ইতোমধ্যে দুইবার পিছির্য়েছে। ২০১৪ সাল থেকে ক্ষমতায় আছে আশরাফ ঘানির সরকার।  নির্বাচনকে সামনে রেখে দেশটিতে নিরাপত্তা হোরদার করা হয়েছে। হামলার পরিমাণ বাড়িয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো।

২০০১ সালে মার্কিন আগ্রাসনে আফগানিস্তানে উৎখাত হয় তালেবান সরকার। তারপর থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে সশস্ত্র গোষ্ঠীটি। দীর্ঘ যুদ্ধ অবসানে গত বছরের জুনে কাতারে তালেবান বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে শান্তির রোডম্যাপে সম্মত হয়েছে তালেবান বিদ্রোহী ও যুক্তরাষ্ট্র। তবে তা সত্ত্বেও আফগানিস্তানে সরকারি ও বিদেশি সেনা উপস্থিতির ওপর নিয়মিত হামলা চালানো হচ্ছে। পর্যব্ক্ষেকরা বলছেন, আলোচনায় সুবিধা আদায় করতে হামলার পরিমাণ বাড়িয়েছে তালেবান।