রয়েল বেঙ্গল টাইগারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

বাংলাদেশে বাঘের সংখ্যা বাড়লেও পুরুষ প্রজাতির বাঘের সংখ্যা কমেছে। এ কারণে রয়েল বেঙ্গল টাইগারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  

রয়েল বেঙ্গল টাইগার
২০১৫ সালে এক শুমারিতে দেখা গিয়েছিল, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে বাঘের সংখ্যা কমে ১০৬-এ নেমেছে৷ তার ১১ বছর আগে, অর্থাৎ ২০০৪ সালে সেখানে মোট ৪৪০টি বাঘ ছিল৷ বাঘের সংখ্যা কমে এক-চতুর্থাংশেরও কম হয়ে যাওয়ায় নড়েচড়ে বসেছিল কর্তৃপক্ষ৷ নেওয়া হয়েছিল বাঘ-শিকার রোধ, বাঘের বিচরণভূমি বাড়ানোসহ বেশ কিছু উদ্যোগ৷ গত মে মাসে প্রকাশ করা সর্বশেষ শুমারির ফলাফলে দেখা গেছে, চার বছর আগের ১০৬টি থেকে বেড়ে মোট বাঘ ১১৪টি হয়েছে৷ তবে কমেছে পুরুষ বাঘের সংখ্যা৷

বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা জাহিদুল কবির এএফপিকে বলেন, ‘বিষয়টি শঙ্কাজনক৷ কারণ, স্বাভাবিক অবস্থায় প্রতি তিনটি বাঘিনীর জন্য অন্তত একটি পুরুষ বাঘ থাকা দরকার৷ অথচ শরণখোলা রেঞ্জে ১৯টি বাঘিনীর বিপরীতে আমরা মাত্র দুটি পুরুষ বাঘ পেয়েছি৷’ সুন্দরবন যদি অনবরত পুরুষ বাঘ হারাতে থাকে তবে রয়েল বেঙ্গল টাইগারের ভবিষ্যৎ হুমকিতে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
গত বছর সুন্দরবনের এক হাজার ৬৫৬ বর্গকিলোমিটার (৬৪০ বর্গমাইল) এলাকাজুড়ে এই শুমারি হয়৷ এতে ক্যামেরাস্ট্র্যাপ ব্যবহার করে গণনা করা হয় বাঘ৷ শুমারির ফলাফল প্রকাশ করা হয় গত মে মাসে৷