চীনে ওয়াটার পার্কে ঢেউয়ের আঘাতে আহত ৪৪

চীনের একটি ওয়াটার পার্কে কৃত্রিম ঢেউয়ের আঘাতে আহত হয়েছেন ৪৪ সাঁতারু। যান্ত্রিক ত্রুটির ফলে ওই বিশাল আকৃতির ঢেউ তৈরি হয়েছিল। এ ঘটনায় পার্কটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। উত্তর কোরিয়া সীমান্তের কাছে চীনের লাংচিং নগরীর ইউলাং চুইউয়ুন ওয়াটার পার্কে বুধবার এ ঘটনা ঘটে।13
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পার্কটিতে বিশাল ঢেউয়ের একেবারে ওপরে উঠে যাচ্ছিল সাঁতারুরা। পুকুরভর্তি মানুষ ভেসে আছে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে সেখানকার এমন ভয়ঙ্কর দৃশ্য।

লাংচিং নগরীর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সৃষ্ট বিশাল কৃত্রিম ঢেউয়ের কারণে ৪৪ জন আহত হয়েছে। এ ঘটনায় যৌথভাবে তদন্তে নেমেছে নগর জরুরি বিভাগসহ তিনটি স্থানীয় সংস্থা। প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, বিদ্যুৎ বিতরণ ক্যাবিনেটের নিয়ন্ত্রণ কক্ষে যান্ত্রিক ত্রুটির ফলে সৃষ্ট বিশাল কৃত্রিম ঢেউয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এক মাতাল ব্যক্তির কারণে এই দুর্ঘটনা ঘটেছে; এমন তথ্য ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ খবর অস্বীকার করেছে নগর কর্তৃপক্ষ।

লাংচিং নগরীর প্রশাসন ও পৌর কাউন্সিলের নেতৃবৃন্দ এ ঘটনায় উদ্বিগ্ন। এক বিবৃতিতে তারা লাংচিং নগরীর সংশ্লিষ্টকে বিভাগগুলোকে ‘সুনামি পুকুরের’ সব কার্যক্রম বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে। পার্ক কর্তৃপক্ষের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটি চীনের জিলিন প্রদেশের বৃহত্তম ওয়াটার পার্ক।