মালয়েশিয়ায় জাকির নায়েকের বিরুদ্ধে অবস্থান নেওয়া আইনজীবীকে হত্যার হুমকি

মালয়েশিয়ায় জাকির নায়েকের স্থায়ী আবাসিকতা বাতিলের পক্ষে অবস্থান নেওয়ার পর হত্যার হুমকি পেয়েছেন দেশটির আইনজীবী সিয়াহরেদজান জোহান। বৃহস্পতিবার সকালে ওই হুমকির একটি স্ক্রিনশট তিনি টুইটারে পোস্ট করেছেন। মালয়েশীয় সংবাদমাধ্যম মালয়সিয়াকিনিকে এই আইনজীবী জানিয়েছেন, এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন তিনি।মালয়েশিয়ার আইনজীবী সিয়াহরেদজান জোহান

সম্প্রতি ভারতের সংখ্যালঘু মুসলমানদের চেয়ে শতগুণ বেশি অধিকার মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ভোগ করছে বলে মন্তব্য করেন মালয়েশিয়ায় বসবাসরত জাকির নায়েক। এই মন্তব্যের জেরে তাকে মালয়েশিয়া ছেড়ে যাওয়ার কথা বলা হলে জাতিগত সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু বানান তিনি। গত ৮ আগস্ট কেলানতান প্রদেশে এক আলোচনায় তিনি বলেন, প্রথমে জাতিগত সংখ্যালঘুদের চলে যেতে হবে কারণ তারা মালয়েশিয়ার অতিথি। বিতর্কিত এসব মন্তব্যের কারনে মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকেও তার স্থায়ী আবাসিকতার অনুমতি বাতিলের আলোচনা হয়েছে। দেশজুড়ে তার বিরুদ্ধে ১১৫টি অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ।

জাকির নায়েককে নিয়ে নিজের করা মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে আইনজীবী সিয়াহরেদজান জোহান বলেন, তিনি এই বিতর্কিত ইসলাম প্রচারককে প্রত্যর্পণ বা নির্বাসনে পাঠানোর কথা বলেননি। তার দাবি তিনি শুধু কেবলমাত্র কর্তৃপক্ষকে জাকির নায়েকের স্থায়ী আবাসিকতা অনুমোদনের চিঠি বাতিল করার পরামর্শ দিয়েছেন যাতে তিনি নিজেই তার পরবর্তী আশ্রয়দাতা দেশ খুঁজে নিতে পারেন।

বৃহস্পতিবার সকালে নিজের টুইটারে একটি স্ক্রিনশট পোস্ট করে এই আইনজীবী লিখেছেন, ‘এটা আমি ফেসবুকে পেয়েছি। আমি নিশ্চিত না তিনি আমার কোন ক্ষমতার কথা ভাবছেন’। ওই স্ক্রিনশটে ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘তুই একটা জারজ। তুই জাকির নায়েককে বহিষ্কার করতে চাস, যতক্ষণ তোকে না পাবো ততক্ষণ খুঁজবো আর তোর দেহ তেকে ওই শুকরের মাথা আলাদা করে ফেলবো। ইসলাম আর মালয়েশিয়া জাতির স্বার্থে আমি এই শপথ করছি’।

হত্যার হুমকির ঘটনায় বৃহস্পতিবার দাং ওয়াঙ্গি জেলা পুলিশ সদর দফতরে অভিযোগ দায়ের করেছেন আইনজীবী সিয়াহরেদজান জোহান। পরে তিনি সাংবাদিকদের বলেন, সতর্কতা হিসেবে অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, এই ঘটনা কেবলমাত্র জাকির নায়েকের সমর্থকের আবেগীয় প্রতিক্রিয়া।

২০১৫ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন জাকির নায়েক। দেশটির আগের সরকার তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন দেয়। ভারতের আদালতে অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে। দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে ২০১৮ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহাথির বলেছেন, ভারতে মৃত্যুর আশঙ্কা থাকায় তাকে সেখানে ফেরত পাঠানো হবে না। কিন্তু অন্য কোনও দেশ তাকে নিতে চাইলে স্বাগত জানানো হবে।