এনআরসি কাউকে ‘রাষ্ট্রহীন’ করবে না: কেন্দ্রীয় সরকার

আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশের পর রবিরার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবারও বলা হয়েছে, এর মধ্য দিয়ে কেউ ‘রাষ্ট্রহীন’ বা ‘বিদেশি’ বলে গণ্য হবে না। তালিকা থেকে বাদ পড়াদের কেউ অধিকার বা পরিচয় থেকেও বঞ্চিত হবে না। দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি সরকারি সূত্রকে উদ্ধৃত করে বলছে, আইনগতভাবে নিজেদের বৈধ নাগরিক হিসেবে প্রমাণ করার সব সুযোগই তারা পাবেন।

noname

শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশ করা হয়। তালিকা থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নাগরিক তালিকায় প্রায় ১৯ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়নি, তারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ না করতে পারলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সরকার। আসামের নাগরিক তালিকা প্রকাশের পর ভারতের কেন্দ্রীয় সরকার বলছে, এটি জনগণকে বিস্তারিত নির্দেশনা দিয়ে আপিল করতে সহায়তা করবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি রবিবার বাদ পড়া ব্যক্তিদের বন্দি ও বিতাড়িত না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। এর পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের সঙ্গে আসামের কোনও বাসিন্দার অধিকারের সংশ্লিষ্টতা নেই। যাদের নাম তালিকায় নেই তাদের বন্দি করা হবে না। তারা আইনের আওতায় পাওয়া সব প্রতিকার শেষ হওয়া পর্যন্ত সব অধিকার ভোগ করবে।’ আপিল শুনানির জন্য ডিসেম্বরের মধ্যে বিদ্যমান ১০০টি ট্রাইব্যুনালের সঙ্গে আরও ২০০টি ট্রাইব্যুনাল যুক্ত করা হবে।

এনআরসি হালনাগাদ প্রসঙ্গে ওই মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এটা সরাসরি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করছে। আদালতের ইস্যুকৃত নির্দেশনা অনুযায়ী কাজ করছে কেবল সরকার। তিনি বলেন, ‘এটা বৈষম্যহীন প্রক্রিয়া, এতে পক্ষপাত ও অন্যায়ের সুযোগ নেই। এনআরসিতে ডাটা তৈরির জন্য আবেদন ফরম থেকে দেখা যায়, আবেদনকারীর ধর্ম জানতে চেয়ে আবেদনে কোন কলাম (ঘর) নেই।’