‌চাঁদের বুকেই আছড়ে পড়েছে ভারতীয় চন্দ্রযান

খোঁজ মিলেছে ইসরো থেকে চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানো ল্যান্ডার বিক্রমের। তবে এখনও বেতার সংযোগ করা সম্ভব হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবর থেকে জানা গেছে, রবিবার দুপুরে অরবিটারের পাঠানো ছবি মারফত হারিয়ে যাওয়া বিক্রমের খোঁজ পাওয়া যায়। ইসরো থেকে জানানো হয়েছে, সংযোগ স্থাপনের সবরকম চেষ্টা চলছে।

noname

ইসরো তরফে শনিবার জানানো হয়েছিল, চন্দ্রযান মিশনের প্রদীপ এখনও জ্বলছে। দূরদর্শনকে দেওয়া ইসরো চেয়ারম্যান কে শিভান জানিয়েছিলেন, আগামী দু’সপ্তাহের মধ্যে হারিয়ে যাওয়া ল্যান্ডারকে খুঁজে বের করার চেষ্টা করা হবে। কিন্তু দু’সপ্তাহ নয়, ৩৬ ঘণ্টার কম সময়ের মধ্যেই খোঁজ মিললো বিক্রমের। অরবিটালের থার্মালের মাধ্যমে পাওয়া গেছে ল্যান্ডারের ছবি। যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অক্ষত অবস্থায় রয়েছে বিক্রম। তবে যে কাজের জন্য এটিকে চাঁদের মাটিতে পাঠানো হয়েছে, বিক্রম তা করতে সমর্থ হবে কিনা, তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কোনও ধারণা করা যাচ্ছে না।

৭ সেপ্টেম্বর সবচেয়ে দুশ্চিন্তা মুহূর্তের শেষে এসে হারিয়ে যায় বিক্রম। হঠাৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়। ইসরোর মিশন কন্ট্রোল রুম থেকে বহুবার কম্যান্ড পাঠালেও কোনা সাড়া দেয়নি চন্দ্রযানটি। মনে করা হচ্ছে, সফট ল্যান্ডিং করানো সম্ভব হয়নি বলে এটি আছড়ে পড়েছে চাঁদের বুকে। রাত ২টা ৩০ মিনিট নাগাদ বন্ধ করে দেওয়া হয় এর লাইভ টেলিকাস্ট।