জাপানে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী টাইফুন ফ্যাক্সাই

জাপানের দিকে ধেয়ে যাচ্ছে ‘ফ্যাক্সাই’ নামের এক শক্তিশালী টাইফুন। স্থানীয় সময় রবিবার মাঝরাতে এটি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির আবহাওয়া সংস্থা আশঙ্কা করছে, এ ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২১৬ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং রবিবার সারারাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

noname

টাইফুন ফ্যাক্সাই’র নামকরণ করা হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসের এক নারীর নাম অনুসারে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণে বাতাসের গতি ও বৃষ্টির পরিমাণ আকস্মিকভাবে বেড়ে যেতে পারে। সমুদ্রে ঝড়টি তীব্র হতে পারে।

রাজধানী টোকিও ও এর আশপাশের এলাকায় বায়ুপ্রবাহের পূর্ববর্তী রেকর্ড ভেঙে যাওয়ার ঝুঁকির কথাও জানিয়েছে আবহাওয়া সংস্থা। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কার কথাও জানিয়েছে তারা।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে সতর্ক করেছে, এই উচ্চ গতির বায়ুপ্রবাহের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।