ইসরায়েলের নির্বাচন, জোটগতভাবে এগিয়ে নেতানিয়াহু

ইসরায়েলে মঙ্গলবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ইতোমধ্যে ৯২ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত গণনাকৃত ভোট অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্টে দুই বড় দলই ৩২টি করে আসন পেতে যাচ্ছে। দল দুইটি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইহুদিবাদী লিকুদ পার্টি এবং সাবেক সেনাপ্রধান বেনি গান্টজ-এর নেতৃত্বাধীন মধ্য বামপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি। তবে লিকুদ পার্টির জোটগত আসন সংখ্যা দাঁড়াবে ৫৬। ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির জোটগত আসনসংখ্যা দাঁড়াবে ৪৩। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।noname
সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডো লিবারম্যানের দল কট্টর ইহুদিবাদী দল ‘ইসরায়েল বেইতেনু’ পেতে যাচ্ছে ৯টি আসন। ফলে একটি জোট সরকার গঠনে বরাবরের মতো এবারও তিনিই মূল নিয়ামক শক্তিতে পরিণত হয়েছেন। নেতানিয়াহু তার সমর্থকদের জানিয়েছেন, ইতোমধ্যে জোট সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর জন্য একটি কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। এবারের নির্বাচনের জয়লাভের মাধ্যমে টানা পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু। তবে ভোটের মাঠে তাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেনি গান্টজের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

এবারের নির্বাচন ছিল পাঁচ মাসের মধ্যে অনুষ্ঠিত ইসরায়েলের দ্বিতীয় সাধারণ নির্বাচন। গত ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে কোনও পক্ষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ কিংবা জোট সরকার গঠনে ব্যর্থ হওয়ায় নতুন নির্বাচনের আয়োজন করতে হয়। ইসরায়েলের ইতিহাসে এই প্রথম একই বছরে দুইটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘটনা ঘটলো।

নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা রয়েছে। তবে নির্বাচনের মাঠে দুর্নীতির অভিযোগ আড়াল করে আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি দিয়ে সরব থেকেছেন নেতানিয়াহু। প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনের কাছ থেকে জর্ডান উপত্যকা ও ডেড সি দখল করে নেওয়া হবে। ট্রাম্পের সঙ্গে করমর্দনের ছবি দিয়ে ব্যানার-ফেস্টুন বানিয়ে ভোটারদের বার্তা দিতে চাইছেন যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশের সমর্থন নিয়ে আগামী দিনে ফিলিস্তিনকে আরও কোণঠাসা করে তুলবেন তিনি। নতুন ফিলিস্তিনি ভূখণ্ড দখলের মাধ্যমে আরও বাড়ানো হবে ইসরায়েলের মানচিত্র। সূত্র: মিডল ইস্ট আই, আল জাজিরা।