লাইবেরিয়ায় ইসলামিক স্কুলে অগ্নিকাণ্ড, নিহত ২৩ শিশু

লাইবেরিয়ার রাজধানী মোনরোভিয়ায় একটি কোরআন শিক্ষাদানের স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। 

at-least-26-children-2-teachers-killed-in-liberia-school-fire-official

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রাজধানী মনরোভিয়ার কাছেই একটি আবাসিক স্কুলে মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়।

ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও জানাতে পারেনি পুলিশ।  তারা জানায়, এখনও মরদেহের সন্ধান করছেন তারা।

পুলিশের মুখপাত্র মোসেজ কার্টার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইলেক্টি্রক কোনও কারণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এখনও তদন্ত চলছে। 

প্যাস্টর এমানুয়েল হারবার্ট  নামে একজন প্রত্যক্ষদর্শী  বলেন, তিনি আগুনের শব্দে জেগে ওঠেন এবং সবাই সাহায্যের জন্য এগিয়ে আসতে বলেন। তিনি বলেন, আমি যখন বাইরে তাকিয়েছিলাম মনে হচ্ছিলো পুরে এলাকা লালবর্ণ  ধারণ করেছে। সবকিছুই পুড়ে যাচ্ছে। 

এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট জর্জ উইয়াহ।